আজ ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলার চৌড়হাসে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর তুমুল যুদ্ধ শেষে কুষ্টিয়া স্বাধীন ও শত্রুমুক্ত হয়।
দিবসটি উপলক্ষে জেলায় আজ নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়াও মুক্তিযুদ্ধ সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাননিউজ/আরপি