নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইসলামবাগে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩.১৭ মি. এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেট্রোতে লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের ধোঁয়া দূর থেকেই দেখা যাচ্ছিলো। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩.১৭ মি. খবর আসে তাদের কাছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৩.২৫ মি.ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট কাজ করেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            