নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সাথে বৈঠকে বসেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় এ বৈঠক শুরু হয়।
আরও পড়ুন: কাল ভূমি উপদেষ্টা মৃত্যুতে রাষ্ট্রীয় শোক
জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে নিজ দপ্তরে এসে পৌঁছান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এরপর সেখানে অবস্থান নেওয়া কর্মকর্তাদের সাথে তিনি নিজের মিনি কনফারেন্স রুমে বৈঠক শুরু করেন।
সচিবের সাথে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠক শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন।
এর আগে, আজ রোববার সাড়ে ১১টা থেকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            