নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীর মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আলমগীর শিকদার যাত্রাবাড়ীর পশ্চিম শেখদি এলাকার মৃত জমির শিকদারের ছেলে।
আলমগীরকে হাসপাতালে নিয়ে যাওয়া আনোয়ার হোসেন জানান, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আলমগীর হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে দ্রুত তাকে ঢামেক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, আলমগীর হিট স্ট্রোকে মারা গেছেন।
আরও পড়ুন: হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ৪ নির্দেশনা
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অতিরিক্ত গরমের কারণে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৩ জনকে এ হাসপাতালে আনা হয়েছে।
তাদের মধ্যে ওয়ারী থেকে আসা আলমগীর শিকদারকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন মেডিসিন ভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            