আজ যারা শিশু, কাল তারাই বিশ্বের নেতৃত্ব দেবে
শিশু স্বর্গ

শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে

প্রশান্ত কথা
আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। আজ যারা শিশু, কাল তারাই বিশ্বের নেতৃত্ব দেবে। আজ যারা বিখ্যাত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত, একদিন তারাও শিশু ছিলেন। তাই শিশুদের নিয়ে তাদের রয়েছে নানা ভাবনা। “একটা শিশু অশিক্ষিত থাকার অর্থ, একটা শিশুকে হারিয়ে ফেলা”

শিশুদের নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু ভাবনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো-

“আমরা আজকের দিনটি উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে”- এপিজে আব্দুল কালাম, ভারতের সাবেক প্রেসিডেন্ট।

“শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে”- রবীন্দ্রনাথ ঠাকুর।

‘শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি”- লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

‘প্রতিটি শিশু আশা নিয়ে জন্মে। শৈশবে সে কিছু সোনালি স্বপ্ন দেখে। কৈশোরে সে আরও বেশি আশাবাদী হয়ে ওঠে। যৌবনকালে সে মৃত্যু কিংবা পরাজয়ে বিশ্বাস করে না। বার্ধক্য আসে, জীবন ধ্বংস হয়ে যায়। স্বপ্নগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে বাতাসে উড়ে বেড়ায়। আর তখনই মানুষ নিরাশ হয়ে যায়”- স্বামী বিবেকানন্দ।

“সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে”- নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট।

“শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে”- জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

“প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি”- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

“সরকার আপনাকে কেবল রাস্তা-ঘাট, হাসপাতাল এবং স্কুল-কলেজ নির্মাণ করে দিতে পারে। কিন্তু আপনার ঘর তখনই আলোকিত হবে, যখন আপনার শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে”- নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।

“শিশুদের শিক্ষা দেয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়”- নৃবিজ্ঞানী মার্গারেট মিড।

“একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন”- শিল্পী স্টেসিয়া টসচার।

“বড়দের কথা শোনার ক্ষেত্রে শিশুরা খুব দক্ষ নয়, তবে বড়দের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো ব্যর্থ হয় না”- জেমস বেডউইন, ঔপন্যাসিক।

“শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে”- হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী।

“শিশুরা হচ্ছে এমন কিছু হাত, যার দ্বারা আমরা স্বর্গ স্পর্শ করতে পারি”- হেনরি ওয়ার্ড বিচার, সমাজকর্মী।

“শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ”- বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

“সৃষ্টিজগতের সবচেয়ে মুগ্ধকর এবং আকর্ষণীয় হল, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা”- রে এল উইলবার, সাবেক প্রেসিডেন্ট, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

“যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ সেখানেই”- মিগনন ম্যাক-লাফিন, সাংবাদিক ও লেখক।

“একটি শিশু স্রষ্টার সেই বার্তা যে, বিশ্বকে এখনও এগিয়ে যেতে হবে”- কার্ল স্যান্ডবার্গ, আমেরিকান কবি।

“শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া”- অস্কার ওয়াইল্ড, লেখক এবং কবি।

“শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক”- ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।

“শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”- লুই পাস্তুর, ফরাসী বিজ্ঞানী।
“একটা ভাঙ্গা মনের মানুষকে ঠিক করে তোলার থেকে অনেক সহজ একটা শিশুকে শক্তিশালী বানানো”

“শিশুরা সেখানেই যায় যেখানে তারা আনন্দকে খুঁজে পায়, আর শিশুরা সেখানেই থাকতে চায় যেখানে তারা ভালোবাসা পায়”

“কখনো কোনো শিশুকে এই কথাটা বলার সুযোগ হারিয়ো না – আমি তোমাকে ভালোবাসি”

“প্রত্যেক স্টুডেন্টদের মধ্যে একটা অসাধারণ শিশুভাব লুকিয়ে রয়েছে”

“শিশুরা হলো এমন এক নোঙ্গর, যা তার মায়ের জীবনকে ধরে রাখে”

আজকের শিশু আগামীদিনে ভবিষ্যৎ“একটা খারাপ জ্যাকেটকে তাও সারানো যেতে পারে কিন্তু একটা কঠিন শব্দ, কোনো বাচ্চার হৃদয়কে কষ্ট দিতে পারে”

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা