নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (রাজিব) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ছয় বিভাগে বৃষ্টির আভাস
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকার আঞ্চলিক সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।
আরও পড়ুন : যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে
কামরুল ইসলাম দীর্ঘদিন যাবত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সান নিউজ/এমআর