প্রবাস

সৌদি পৌঁছেছেন আরও ৩০২ বাংলাদেশি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকায় সৌদি প্রবাসীদের চলমান বিক্ষোভের মাঝেই আশার খবর জানা গেল। প্রথম দফায় সৌদি এয়ারলাইন্সে ২৫২ জন প্রবাসী সৌদি আরব পৌঁছেছেন গত ২৩ সেপ্টেম্বর। সৌদি এয়ারলাইনসে করে গতকাল বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরব পৌঁছান আরও ৩০২ বাংলাদেশি।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ফ্লাইটিটি ঢাকা ছেড়ে যাওয়ার পর রাত ৩টা ২০ মিনিটে সৌদি বিমানবন্দরে অবতরণ করে।

করোনা মহামারিতে দেশে এসে আটকা পড়াসহ ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীদের অনেকের কর্মস্থলে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সৌদি সরকারের অনুমতি, টিকিট সংকটসহ ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো নিয়ে প্রায় সপ্তাহখানেক নানা সমস্যার পর সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়। এসব সমস্যা সমাধানের পরও করোনা পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে কাটে গতকালের সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রীদের।

জানা যায়, এ ফ্লাইটের অনেক যাত্রী বৃহস্পতিবার টিকিট হাতে পায়। এদের অনেক যাত্রীকেই গতকাল করোনাপরীক্ষার স্যাম্পল দিতে হয়। সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে প্রবেশ করতে বলা হলেও করোনার পরীক্ষার ফলের জন্য তাদের অপেক্ষা করতে হয়। এমন দো-টানার মধ্যেই কিছু যাত্রী বিমানবন্দরে চলে যান। প্রায় ১৫ জনের মত যাত্রী মহাখালীতে করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল নিয়ে রাত ৯টার পর বিমানবন্দরে প্রবেশ করেন।

এদিকে আজ সৌদিগমেনেচ্ছু ৪৫০ জনকে দেওয়া হচ্ছে সৌদি এয়ারলাইন্সের টিকিটি। ৮৫১ থেকে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের এ টিকিট দেওয়া হচ্ছে। সৌদি এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৮৫১ থেকে এক হাজার ২০০ নম্বর টোকেনধারীদের ২৬ সেপ্টেম্বর টিকিট দেওয়া হচ্ছে। এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ নম্বর টোকেনধারীদের আগামী ২৭ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।

এর আগে সকালে টিকিটের জন্য কাওরানবাজার এলাকায় সড়ক অবরোধ করেন সৌদি গমনেচ্ছুপ্রবাসীরা। সকাল পৌনে ১০টার দিকে প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রবাসীরা। পরে পুলিশ প্রবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা সড়কের পাশে দাঁড়িয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উ...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত অ...

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে অস্ট্রেলিয়ায় আইন পাস

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার কঠোরভাবে নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা