ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনে দুপুর পর্যন্ত আওয়ামী লীগসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে নৌকা প্রার্থীর সমর্থকদের উল্লাস
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন ঠাকুরগাও-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি রমেশ চন্দ্র সেন।
এরপর মনোনয়নপত্র দাখিল করেন জাপা মনোনীত প্রার্থী রাজিউর রাজি স্বপন। এরপর মনোনয়নপত্র দাখিল করেন জাকের পাটির মাহবুবুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মো. রফিকুল ইসলাম।
আরও পড়ুন: খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লালের হ্যাটট্রিক
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, আজ বিকেল ৪ টার মধ্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ সময় তিনি আচরণবিধি লংঘনের ঘটনা কঠোর হস্তে দমনের ঘোষণা দেন।
সান নিউজ/এনজে