রংপুর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রংপুর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
এ সময় রংপুর জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি শহীদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা জোনায়েদ প্রমুখ।
আরও পড়ুন: ৮ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে আ’লীগ
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক মুসা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আমরা প্রতিটি জেলায়, উপজেলায় ও থানায় সমাবেশ করছি।
আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করা হবে। এতে আপনারা সকলে অংশ নেবেন।
এর মধ্যে দাবি আদায় না হলে আমরা সকলের সাথে একাত্বতা ঘোষণা করে ‘একদফা’ দাবিতে আন্দোলন করব। এ সময় রংপুর জেলার খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            