আগামী মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।’
এ সময় সালাহউদ্দিন আহমদ জানান, চলতি মাসেই অন্তত ২০০ নির্বাচনী এলাকায় বিএনপি একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে। তিনি বলেন, ‘আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কমবেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবো। সেই প্রক্রিয়ায় আছি আমরা, শেষ পর্যায়ে আছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা তো চাই তিনি অংশগ্রহণ করুন।’
সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা আনার বিষয়টি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে ছোট দলগুলো জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে চায়, যাতে কিছু আসনে জয় পেতে পারে। এই বিধান পরিবর্তনে অধিকাংশ দলের সম্মতি ছিল না।’
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপি শিগগিরই নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই সংশোধনী পুনর্বিবেচনার আহ্বান জানাবে।
তিনি বলেন, ‘আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রে ছোট দলগুলোর অংশগ্রহণ সংসদকে সমৃদ্ধ করে। তাই জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সুযোগ সীমিত করা সুষ্ঠু রাজনীতির জন্য ভালো নয়।’
সাননিউজ/এও