“জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ এনসিপির কোনো পদে থাকতে পারবে না। তিনি পরিষ্কারভাবে জানান, এনসিপি সরকারি দলের ছায়া বা কোনো সমঝোতার দল হবে না।”
আজ শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখার সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, “আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আমরা আসিনি।”
সারজিস জানান, এনসিপি দ্রুত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করছে। তিনি বলেন, “আমরা জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করতে যাচ্ছি। আশা করছি তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করতে পারব। ১৫ নভেম্বরের মধ্যে জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।”
তিনি আরও বলেন, “৩০ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন ও থানায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশ নেবে।”
এ সময় তিনি সতর্ক করে বলেন, “বাংলামটরের অফিসে বসে কোনো কমিটি দেওয়া যাবে না। নেতৃত্ব মাঠ থেকে আসবে।”
সারজিস আলম সাংগঠনিক নীতিমালা তুলে ধরে বলেন, “আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো নেতা এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবেন না। অভ্যুত্থানবিরোধী কিংবা জুলাই আন্দোলনবিরোধী কেউও এনসিপিতে আসতে পারবে না। ক্ষমতার অপব্যবহারকারী, দলীয় প্রভাব খাটানো ব্যক্তিদেরও কোনো পদ দেওয়া হবে না।”
তবে তিনি উল্লেখ করেন, “অন্য রাজনৈতিক দলের ভালো ও আদর্শবান মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। কিন্তু কেউ যদি ব্যক্তিস্বার্থে বা নিজ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এনসিপিতে আসে, তাহলে তাকে আগের জায়গায় ফিরে যেতে হবে।”
তিনি বলেন, “আমরা চাই, এনসিপি হবে আদর্শনিষ্ঠ, প্রজন্মসংযুক্ত এবং কর্মমুখী একটি সংগঠন। আমাদের ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’তে ২৫ বছরের কম বয়সীরা, আর ‘জাতীয় যুবশক্তি’তে ২৫ থেকে ৩৫ বছর বয়সীরা কাজ করবেন। জেলা, উপজেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির নেতৃত্বে ৩০ বছরের বেশি বয়সী নেতাদের গুরুত্ব দেওয়া হবে।”
সারজিস আরও জানান, “প্রতি মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি আগামী দুই বছরের মধ্যে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য ও প্রত্যাশিত রাজনৈতিক দলে পরিণত হবে।”
সাননিউজ/এও