ছবি : সংগৃহীত
রাজনীতি

জুলাই বিতর্কে সালাহউদ্দিনের সাফ কথা: ‘অপব্যাখ্যার ফাঁদে পড়েছি’

সান নিউজ অনলাইন 

জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘ক্ষমা চাওয়ার আহ্বান’-এর জবাব দিয়েছেন।

তিনি বলেন, “আমার বক্তব্যকে অপব্যাখ্যা করা হয়েছে। আমি কোথাও জুলাই যোদ্ধাদের দোষারোপ করিনি।”

সালাহউদ্দিনের দাবি, জুলাই সনদ সইয়ের দিন আওয়ামী ‘ফ্যাসিস্ট বাহিনী’ জুলাই যোদ্ধা পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
তিনি বলেন, “কিছু ফ্যাসিস্ট বাহিনী জুলাই যোদ্ধার নাম ব্যবহার করে সংসদ ভবনের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রকৃত সংগঠন বা ব্যক্তি বিশৃঙ্খলায় জড়িত ছিল না, থাকতে পারে না।”

সালাহউদ্দিন জানান, জুলাই যোদ্ধাদের সংগঠনের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং তাঁদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধন করা হয়, যাতে “আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার” অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাঁর ভাষায়, “তাঁদের আশ্বস্ত করা হয়েছিল, তাঁরা আহতদের বীর হিসেবে স্বীকৃতি, চিকিৎসা ও ভাতা পাবেন।”

তবে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, “যদি আমি স্পষ্ট বলেছি যে প্রকৃত জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না, তাহলে তারা কেন নিজেদের সেই দোষ নিতে চাইছেন?”

নাহিদ ইসলামের আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু আমি তো কিছু ভুল বলিনি; বরং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছি।”

এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের পরিপক্বতা নিয়েও প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন বলেন, “রাজনীতিতে আরও অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা দরকার তাঁদের। ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দিতে হলে পরিণত হতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যারা এখনো পরোক্ষভাবে রাষ্ট্রক্ষমতার সুবিধা নিচ্ছে, তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক।”

শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই ভালো রাজনীতির চর্চা হোক, যাতে মানুষ বিকল্প হিসেবে ভালো রাজনীতি বেছে নিতে পারে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আখতার হোসেন এবং সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে নির্বাচনী প্রচারণাকে কেন্দ...

সিরাজদীখানে ফসলি জমি কাটার অপরাধে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুজনকে এক ম...

নির্বাচনী প্রচারণাকে ঘিরে মিরপুরে বিজিবি মোতায়েন

রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নি...

সকল টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ঘোষণা দিয়েছে আগামী ১ ফেব্রুয়ার...

নিরাপত্তা সংকটে আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ/তাফসি...

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকারের জসিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না এমন...

নির্বাচনী প্রচারণাকে ঘিরে মিরপুরে বিজিবি মোতায়েন

রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নি...

নিরাপত্তা সংকটে আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ/তাফসি...

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা