ছবি : সংগৃহীত
রাজনীতি

জুলাই বিতর্কে সালাহউদ্দিনের সাফ কথা: ‘অপব্যাখ্যার ফাঁদে পড়েছি’

সান নিউজ অনলাইন 

জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘ক্ষমা চাওয়ার আহ্বান’-এর জবাব দিয়েছেন।

তিনি বলেন, “আমার বক্তব্যকে অপব্যাখ্যা করা হয়েছে। আমি কোথাও জুলাই যোদ্ধাদের দোষারোপ করিনি।”

সালাহউদ্দিনের দাবি, জুলাই সনদ সইয়ের দিন আওয়ামী ‘ফ্যাসিস্ট বাহিনী’ জুলাই যোদ্ধা পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
তিনি বলেন, “কিছু ফ্যাসিস্ট বাহিনী জুলাই যোদ্ধার নাম ব্যবহার করে সংসদ ভবনের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রকৃত সংগঠন বা ব্যক্তি বিশৃঙ্খলায় জড়িত ছিল না, থাকতে পারে না।”

সালাহউদ্দিন জানান, জুলাই যোদ্ধাদের সংগঠনের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং তাঁদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধন করা হয়, যাতে “আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার” অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাঁর ভাষায়, “তাঁদের আশ্বস্ত করা হয়েছিল, তাঁরা আহতদের বীর হিসেবে স্বীকৃতি, চিকিৎসা ও ভাতা পাবেন।”

তবে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, “যদি আমি স্পষ্ট বলেছি যে প্রকৃত জুলাই যোদ্ধারা বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না, তাহলে তারা কেন নিজেদের সেই দোষ নিতে চাইছেন?”

নাহিদ ইসলামের আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু আমি তো কিছু ভুল বলিনি; বরং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছি।”

এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের পরিপক্বতা নিয়েও প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন বলেন, “রাজনীতিতে আরও অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা দরকার তাঁদের। ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দিতে হলে পরিণত হতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যারা এখনো পরোক্ষভাবে রাষ্ট্রক্ষমতার সুবিধা নিচ্ছে, তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক।”

শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই ভালো রাজনীতির চর্চা হোক, যাতে মানুষ বিকল্প হিসেবে ভালো রাজনীতি বেছে নিতে পারে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আখতার হোসেন এবং সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত...

কুরআন পোড়ানোর অভিযোগে পিতাপুত্র আটক

পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া রাড়ীব...

মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজি...

মনোনয়ন বঞ্চিত সমর্থকদের ষষ্ঠ বাংলাদেশ–চীন মৈত্রী সেতু ব্লকেড

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে ঢাকা–মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ ব...

জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই শহীদ-২০২৪ এর স্মৃতি স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল ফাইনাল ম...

একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে: তারেক রহমান

দেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে...

পুটিখালী কমিউনিটি ক্লিনিকের ভবন ভেঙে পড়ার আশঙ্কা

বাগেরহাটের মোরেলগঞ্জে দশ বছর ধরে পরিত্যক্ত পুটিখালী কমিউনিটি ক্লিনিকে চলছে কা...

কুষ্টিয়া-২ জামায়াত প্রার্থীর নেতৃত্বে গণ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আ...

মালচিং পদ্ধতিতে জাদু শসার চাষ, লাখপতি পারভেজ

বাগেরহাটের মোরেলগঞ্জে মালচিং পদ্ধতিতে এ প্যাটান মাচা মাধ্যমে শীতকালীন জাদু শস...

নোয়াখালীতে ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা