লক্ষ্মীপুরে বাস কাউন্টার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন মিজান মোল্লা, জাহাঙ্গীর, দিপু, ফরহাদ, শুভ প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন।
তিনি বলেন, পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক ও জাহাঙ্গীরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি এবং এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, “১৬ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাননিউজ/আরপি