ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। কিন্তু সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সনদে ৩ দফা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলটির এ অবস্থান জানায় তারা।
‘বৈধতা রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়; বরং আইনি কাঠামোয়’ শিরোনামে একটি পোস্টার শেয়ার করে এনসিপি। সেখানে তিন দাবি উপস্থান করা হয়।
দাবিগুলো হলো-
১। আগে জানুক জনগণ- সনদ বাস্তবায়নের নিয়ম ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে।
২। জনগণের নামে আদেশ- প্রধান উপদেষ্টা ড. ইউনুস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন।
৩। জনগণের রায়ই শেষ কথা- গণভোটে জনগণ ‘হ্যা’ বললে আর কারও ‘না’ চলবে না। জনগণের রায়ে তৈরি হবে বাংলাদেশের সংবিধান-২০২৬
এনসিপির এই দাবিগুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া জানায়নি এখনো।
সাননিউজ/আরপি