কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১২ অক্টোবর) এক খুদে বার্তায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া এবং অর্থায়নের অভিযোগে এই সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় এবং গ্রেপ্তার হওয়া সময় ও স্থান সম্পর্কে এখনো কিছু জানায়নি ডিএমপি।
সাননিউজ/আরপি