বহির্বিশ্বে দেশের সম্মান নষ্ট হচ্ছে : ফখরুল
রাজনীতি

বহির্বিশ্বে দেশের সম্মান নষ্ট হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বৃত্তদের হাতে পড়েছে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ। কোথাও আজ মা-বোনের কোনো নিরাপত্তা নেই। সরকারি দলের লোকদের হাতে শিশু থেকে বৃদ্ধা নারী পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছেন। এতে করে বহির্বিশ্বে দেশের সম্মান নষ্ট হচ্ছে। এর বড় প্রমান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন হয়ে বিবৃতি দিয়েছেন। এটা বিরল ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ইজ্জত মাটির সঙ্গে মিশে গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এই ব্যর্থ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। লজ্জা থাকলে তাদের আর এক মুহূর্ত দেরি না করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত। অন্যথায় বাংলাদেশে এই নষ্ট সমাজ গড়ার অপরাধে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি স্বীকার করেছেন যে- এর দায় তারা (সরকার) এড়াতে পারেন না। পারবেন না, পারবেন কোত্থেকে? কারণ আপনারা যে সরকার তৈরি করেছেন- সেই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, এই সংগ্রাম বিএনপি বা কোনো ব্যক্তির নয়। এই সংগ্রাম বাংলাদেশের অস্তিত্বের সংগ্রাম। জোর করে ক্ষমতায় বসে থেকে এ সরকার আজ শিষ্টের দমন আর দুষ্টের লালন করছে। এর মাধ্যমে একটি নষ্ট সমাজ তৈরি করছে তারা। এদেরকে প্রতিহত করতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব নিপুণ রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী সোহেল, বিএনপি নেতা শরাফত আলী সপু, আব্দুল কাদির জুয়েল ভূঁইয়া, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে...

সরকার রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল

সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে জানিয়েছে, জুলাই...

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত নারী দল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিত...

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ব...

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে ৬ বছর বয়সী এক শ...

এবার নির্বাচনে দুই আসনে লড়বেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবারও জাতীয় নির্বাচনে অংশ ন...

‘জয় বাংলা’ বলা মাদারীপুর-০১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায়...

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা...

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা