লাইফস্টাইল

গরুর মাংসের কালো ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরুর মাংসের বিভিন্ন রান্নার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা পদ হচ্ছে কালাভূনা। গরুর মাংস খেতে পছন্দ করেন অথচ কালাভূনা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে একটা ভুল ধারণা খুব প্রচলিত যে কালাভূনা রান্না করা কঠিন। কিন্তু না, ঘরেও কিন্তুখুব সহজেই সহজ কিছু ধাপ অনুসরণ করে রান্না করতে পারেন এই ঐতিহ্যবাহী কালাভূনা। আর স্বাদ? সেটা নাহয় আপনার প্রিয়জনদের চোখ দেখেই পড়ে নিবেন।

ঘরে কিভাবে কালাভূনা রান্না করবেন তার পুরো প্রণালী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন তবে আর কখা না বাড়িয়ে চট করে দেখে নেয়া যাক রেসিপিটি। আপনাদের জন্য কালা ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি-

কালা ভূনা তৈরিতে যা যা লাগবে:
১. গরুর মাংস- ১ কেজি

২. লবণ- স্বাদ মতো

৩. হলুদ গুড়ো- ১ ১/২ চা চামচ

৪. মরিচ গুঁড়া- ২ ১/২ চা চামচ

৫. ধনে গুঁড়া- ২ চা চামচ

৬. জিরার গুঁড়া- ২ চা চামচ

৭. রসুন বাটা- ১ ১/২ চা চামচ

৮. আদা বাটা- ৩ চা চামচ

৯. গরম মশলার গুঁড়া- ১/৪ চা চামচ

১০ পেঁয়াজ বেরেস্তা- ১/২ কাপ

১১. কাঁচা পেঁয়াজ কুচি- ১/২ কাপ

১২.সরিষার তেল- ১/২ কাপ

১৩. তেজপাতা- ২টি (ছোট)

১৪. দারুচিনি- ২টি

১৫. কালো গোল মরিচ- ৪টি

১৬. এলাচ- ২টি

১৭. লবঙ্গ- ৩টি

১৮. কাঁচামরিচ- ৪টি

১৯. গরম পানি- প্রয়োজন মতো

বাগাড়ের জন্য:

১. সরিষার তেল- ১/৪ কাপ

২. আদা কুচি- ১ ১/২ চা চামচ

৩. রসুন কুচি- ২ চা চামচ

৪. শুকনো মরিচ- ৫টি

কিভাবে করবেন:
মাংসগুলো ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাংস রান্নার উপকরন গুলো একে একে সব মাংসের মধ্যে দিয়ে দিন। কাঁচামরিচ আর পানি দিবেন না। ভালো করে মেখে নিন। এক থেকে দেড় ঘণ্টা ঢেকে রেখে দিন মেরিনেশনের জন্য। যে পাত্রে রান্না করবেন; ওই পাত্রেই মাংস মেরিনেট করবেন। এরপর পাত্রটি চুলায় দিয়ে হাই হিটে ৫ মিনিট ঢেকে রান্না করুন। যখন দেখবেন মাংস থেকে পানি বের হচ্ছে, তখন চুলার আঁচ মিডিয়াম করে দিন। এ পর্যায়ে মাংস ভালো করে নেড়ে দিন। আবরও ঢেকে দিন। ১৫-২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিন। কালা ভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্না করতে হবে কালা ভুনা। এক থেকে দেড় ঘণ্টা একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে এবার। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে কষাতে কষাতে দেখবেন একসময় মাংসের রং পরিবর্তন হয়ে কালচে হয়ে এসেছে।

যখন দেখবেন পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন মাংসের রং আপনার মনমতো হয়ে যাবে, তখন বাগার দিতে হবে।

বাগারের জন্য আদা-রসুন কুচি, শুকনো মরিচ পরিমাণমতো তেলে ভেজে নিতে হবে। তারপরে তেলসহ মশলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মশলা গুড়া ছিটিয়ে দিতে হবে। এবার আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন মাংসে। আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। ৫ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম পরিবেশ করুন দারুন মজার, ঐতিহ্যবাহী সুস্বাদু কালা ভুনা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত...

কুরআন পোড়ানোর অভিযোগে পিতাপুত্র আটক

পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া রাড়ীব...

মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজি...

মনোনয়ন বঞ্চিত সমর্থকদের ষষ্ঠ বাংলাদেশ–চীন মৈত্রী সেতু ব্লকেড

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে ঢাকা–মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ ব...

জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই শহীদ-২০২৪ এর স্মৃতি স্মরণে কুষ্টিয়ার মিরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল ফাইনাল ম...

পল্লবীর ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে সিদ্ধান্তহীনতা

রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণের প্রস্তাবকে ক...

মালয়শিয়ার সেলেয়াং বারুতে বাংলাদেশিসহ ৮৪৩ জন আটক।

মো:নুরুল ইসলাম সুজন।। মালয়শিয়ার সেলেয়াং বারুতে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ৮...

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, চিকিৎসকরা বললেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহ...

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয়...

উদ্যোক্তাদের জন্য নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা