লাইফস্টাইল

গরুর মাংসের কালো ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরুর মাংসের বিভিন্ন রান্নার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা পদ হচ্ছে কালাভূনা। গরুর মাংস খেতে পছন্দ করেন অথচ কালাভূনা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে একটা ভুল ধারণা খুব প্রচলিত যে কালাভূনা রান্না করা কঠিন। কিন্তু না, ঘরেও কিন্তুখুব সহজেই সহজ কিছু ধাপ অনুসরণ করে রান্না করতে পারেন এই ঐতিহ্যবাহী কালাভূনা। আর স্বাদ? সেটা নাহয় আপনার প্রিয়জনদের চোখ দেখেই পড়ে নিবেন।

ঘরে কিভাবে কালাভূনা রান্না করবেন তার পুরো প্রণালী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন তবে আর কখা না বাড়িয়ে চট করে দেখে নেয়া যাক রেসিপিটি। আপনাদের জন্য কালা ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি-

কালা ভূনা তৈরিতে যা যা লাগবে:
১. গরুর মাংস- ১ কেজি

২. লবণ- স্বাদ মতো

৩. হলুদ গুড়ো- ১ ১/২ চা চামচ

৪. মরিচ গুঁড়া- ২ ১/২ চা চামচ

৫. ধনে গুঁড়া- ২ চা চামচ

৬. জিরার গুঁড়া- ২ চা চামচ

৭. রসুন বাটা- ১ ১/২ চা চামচ

৮. আদা বাটা- ৩ চা চামচ

৯. গরম মশলার গুঁড়া- ১/৪ চা চামচ

১০ পেঁয়াজ বেরেস্তা- ১/২ কাপ

১১. কাঁচা পেঁয়াজ কুচি- ১/২ কাপ

১২.সরিষার তেল- ১/২ কাপ

১৩. তেজপাতা- ২টি (ছোট)

১৪. দারুচিনি- ২টি

১৫. কালো গোল মরিচ- ৪টি

১৬. এলাচ- ২টি

১৭. লবঙ্গ- ৩টি

১৮. কাঁচামরিচ- ৪টি

১৯. গরম পানি- প্রয়োজন মতো

বাগাড়ের জন্য:

১. সরিষার তেল- ১/৪ কাপ

২. আদা কুচি- ১ ১/২ চা চামচ

৩. রসুন কুচি- ২ চা চামচ

৪. শুকনো মরিচ- ৫টি

কিভাবে করবেন:
মাংসগুলো ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাংস রান্নার উপকরন গুলো একে একে সব মাংসের মধ্যে দিয়ে দিন। কাঁচামরিচ আর পানি দিবেন না। ভালো করে মেখে নিন। এক থেকে দেড় ঘণ্টা ঢেকে রেখে দিন মেরিনেশনের জন্য। যে পাত্রে রান্না করবেন; ওই পাত্রেই মাংস মেরিনেট করবেন। এরপর পাত্রটি চুলায় দিয়ে হাই হিটে ৫ মিনিট ঢেকে রান্না করুন। যখন দেখবেন মাংস থেকে পানি বের হচ্ছে, তখন চুলার আঁচ মিডিয়াম করে দিন। এ পর্যায়ে মাংস ভালো করে নেড়ে দিন। আবরও ঢেকে দিন। ১৫-২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিন। কালা ভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্না করতে হবে কালা ভুনা। এক থেকে দেড় ঘণ্টা একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে এবার। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে কষাতে কষাতে দেখবেন একসময় মাংসের রং পরিবর্তন হয়ে কালচে হয়ে এসেছে।

যখন দেখবেন পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন মাংসের রং আপনার মনমতো হয়ে যাবে, তখন বাগার দিতে হবে।

বাগারের জন্য আদা-রসুন কুচি, শুকনো মরিচ পরিমাণমতো তেলে ভেজে নিতে হবে। তারপরে তেলসহ মশলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মশলা গুড়া ছিটিয়ে দিতে হবে। এবার আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন মাংসে। আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। ৫ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম পরিবেশ করুন দারুন মজার, ঐতিহ্যবাহী সুস্বাদু কালা ভুনা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন সম্ভব

গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বাংলাদেশ জামায়া...

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ...

আন্দোলনরত শিক্ষকরা রাতে মাজারগেটেই অবস্থান করবেন 

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের...

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত ডিজি আবদুল জলিল

গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিল বলেছেন, গণযোগ...

যুদ্ধবিরতি মধ্যেই গাজায় ৫ জনকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

যুদ্ধবিরতি চলার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের পাঁচজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা