ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষা
আন্তর্জাতিক

ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

গত দুই মাস ধরে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে উত্তপ্ত ভারতের সামরিক পরিস্থিতি। এর মাধ্যমে চীনসহ বিশ্বের অন্নান্য শক্তিধর দেশগুলো বিশেষ বার্তা দিল ভারত। কেননা, হাইপারসনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিধর দেশগুলোর পাশেই নাম লেখাল ভারত। এর মধ্য দিয়ে বিশ্বে চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক ক্লাবে নাম লেখালো দেশটি।

এ পি জে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ হয়। যাতে শব্দের থকে ছয়গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল।

ডিআরডিও তৈরি করেছে হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর এই ভেহিকল। সেটিই এদিন পরীক্ষা করা হয়।

সংশ্লিষ্টরা দাবি করছে,আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যামজেট ইঞ্জিনসহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে। এদিন ডিআরডিও চিফ সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয়। সব প্যারামিটারই ছিল সঠিক।

১১টা ৩মিনিটে অগ্নি বুস্টার হাইপারসনিক ভেইকলটিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পরে দুটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষার পর প্রশংসা করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এর আগে এই হাইপারসনিক মিসাইলের অধিকারী ছিল কেবল রাশিয়া, চীন ও আমেরিকা। সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত।

কিছুদিন আগে কোভিড পরিস্থিতির মধ্যেই নৌ-বাহিনীতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেসব অস্ত্রের চূড়ান্ত পর্যায়ের টেস্টিং চলছে বলে জানান তিনি। নৌ-বাহিনীতে যুক্ত করা হচ্ছে হাইপারসনিক নিউক্লিয়ার স্ট্রাইক ওয়েপন ও আন্ডারওয়াটার ড্রোন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, এই বাহিনীকে পানির নিচে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ড্রোন দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এগুলো চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে।

পুতিন বলেন, তিনি অস্ত্রের প্রতিযোগিতা চান না। নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র সম্পর্কে তিনি বলেন,তার এই অস্ত্র পৃথিবীর প্রায় যে কোনও স্থানে আঘাত হানতে পারে। আরও জানা গেছে যে রাশিয়ার ওই যুদ্ধ জাহাজে ডুবন্ত পরমাণু অস্ত্র পোজেইডন এবং মিসাইল জিরকন মোতায়েন করা হবে।

এই অস্ত্র হাইপারসনিক এবং শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলবে। এটাকে প্রতিহত, আটকানো কিংবা অবস্থান চিহ্নিত করা কঠিন।

প্যারেড অনুষ্ঠানে পুতিন বলেন,নৌ-বাহিনীর সক্ষমতা বাড়ছে। এ বছর তারা ৪০টি নতুন জাহাজ পাবে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা