আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের এভান্স স্ট্রিটে গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আটলান্টার ওয়েস্ট এন্ড মলে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ বলছে, স্থানীয় সময় দুপুর দেড়টায় এভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ২ জন তখনই মারা গিয়েছিলেন।অন্যজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
গুলিবিদ্ধ ৩ জনই জড়িত ছিলেন এ ঘটনায়। নিহতদের মধ্যে এক জনের বয়স ১৭, অন্যজনের বয়স ২০ এবং আরেকজনের বয়স ৪০।
আরও পড়ুন: মিয়ানমারে ৪.৮ মাত্রার ভূমিকম্প
তদন্তকারীরা জানান, ৩ জনের মধ্যে এক ব্যক্তি অন্য ২ জনের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাতে শুরু করেন। তাদের মধ্যে এক জন পাল্টা গুলি চালিয়েছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে কী হয়েছিল, তা এরই মধ্যে জানতে পেরেছে তারা। তবে বন্দুকধারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুকহামলা। দেশটির প্রায়ই কোনো না কোনো অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলার খবর পাওয়া যায়। গত সপ্তাহে শিকাগোতে এক পরিবারের মা, বাবা, ২ সন্তান এবং তাদের পোষা ৩ টি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ শহরতলীর একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সমুদ্রের মাঝে যে মঠের রহস্য অজানা
গত আগস্টে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার জ্যাকসনভাইলে এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত হন ৩ কৃষ্ণাঙ্গ।
সান নিউজ/এমএ