ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলজুড়ে বেশ লম্বা সময় ধরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আজ আসছেন

রোববার (১০ সেপ্টেম্বর) ভোরে এ হামলা ও বিস্ফোরণের সময় কিয়েভের বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষও পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, রোববার ভোরে কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় কিয়েভজুড়ে প্রায় ২ ঘণ্টা ধরে বিস্ফোরণ ঘটে এবং শহরের কেন্দ্রীয় এলাকাগুলোর কয়েকটিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। তবে কেমন মাত্রায় হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: বিকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কিয়েভজুড়ে কমপক্ষে ৫ টি বিস্ফোরণ শুনেছেন। ইউক্রেনীয় মিডিয়ার ফুটেজে দেখা গেছে, এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক পোডিল এলাকায় ১ জন আহত হয়েছেন এবং শহরের একটি পার্কের কাছে আগুন লেগে যায়।

ক্লিটসকো এবং শহরের সামরিক প্রশাসন সূত্র জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ডার্নিটস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি, সোভিয়াটোশিনস্কি এবং পোডিল এলাকায় পড়ে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ২ হাজার

এদিকে শেভচেনকিভস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্টের ওপরে পড়ে সেখানে আগুনের সূত্রপাত হয়। অবশ্য দ্রুত এ আগুন নিভিয়ে ফেলা হয়।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, তাৎক্ষণিকভাবে কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশকে সম্মানিত করেছে ভারত

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়াতেরি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে সাড়ে ৫০০ দিনেরও বেশি সময় ধরে উভয় দেশের মধ্যে যুদ্ধ চলছে। সংঘাতের এ পর্যায়ে এসে মস্কো প্রায়ই রাতের বেলা ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালাচ্ছে।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কোস্ত্যন্তিনিভকাতে রাশিয়ার হামলায় ১৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছিলেন আরও কমপক্ষে ৩৩ জন। অবশ্য বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে রাশিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে...

সরকার রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল

সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে জানিয়েছে, জুলাই...

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত নারী দল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিত...

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ব...

প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষকদের নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিল...

মোরেলগঞ্জে প্রায় ১৫ কোটি টাকার পাঁচটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

দীর্ঘদিন পর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বেহাল অবস্থায় থাকা মোরেলগঞ্জ পৌরসভার...

নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ ৬ জন নিহত হয়েছেন।...

যশোর-৬ বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের চমক রওনকুল ইসলাম শ্রাবণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে,...

মৌসুমের শুরুতেই মাছের জোয়ার, দুবলারচরে উৎসবমুখর শুঁটকি পল্লী

সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরের তীরে দুবলারচরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। মৌসুমে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা