আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে আরও ২২৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের ঘটনা ঘটেছে। ৩০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর খবরের একদিন পর ফের এ খবর।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত
বৃহস্পতিবার (২২ জুন) ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার গ্রান ক্যানারিয়ায় নৌকা ডুবে যাওয়ায় ৩০ জন অভিবাসী নিহতের ঘটনা ঘটে।
ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট অ্যাঞ্জেল ভিক্টর টরেস ঘটনাটিকে ‘বিয়োগান্তক’ বলে বর্ণনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নকে অভিবাসনের ইস্যুতে ‘সমন্বিত ও সহায়ক’ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি আটক
অনেক অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশায় আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, ২০২২ সালে এ রুটে কমপক্ষে ৫৪৩ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছিল।
সান নিউজ/আর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            