আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকা থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হলেও এদের কারো জাতীয়তা জানা যায়নি।
আরও পড়ুন: জাপানে গুলিতে ২ সেনা নিহত
বুধবার (১৪ জুন) গ্রিস কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে পেলোপনিস উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায় আইওনিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় দুর্ঘটনাটি ঘটেছিলো।
প্রচন্ড বাতাসে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: তীব্র গরমে বছরে ২০ হাজার মৃত্যু
কোস্টগার্ডের ৬ টি জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক পরিবহন এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টারসহ বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ইউরোপের আরেক দেশ ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল।
আরও পড়ুন: মণিপুরে সহিংসতায় নিহত ৯
মঙ্গলবার (১৩ জুন) গ্রিক কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সকে ইতালিয় উপকূলরক্ষী অভিবাসীদের ওই নৌকা সম্পর্কে সতর্ক করেছিল।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            