ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন গাড়িবহরে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন দূতাবাসের কর্মী এবং অন্য ২ জন পুলিশ কর্মকর্তা। এ সময় হামলাকারীরা ২ পুলিশ কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ করেছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে বিস্ফোরণে নিহত ৭

বুধবার (১৭ মে) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা বলছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলায় ২ কর্মচারী এবং ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

মঙ্গলবার (১৬ মে) নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা ৩ ব্যক্তিকে অপহরণ করে। অপহৃত এই ৩ জনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য ২ জন পুলিশ কর্মকর্তা।

আনামব্রা প্রদেশের একজন পুলিশ ইকেঙ্গা তোচুকউ জানান, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের ২ সদস্য ও মার্কিন কনস্যুলেটের ২ কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঐ এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি জানান, দূতাবাসের গাড়িবহরটি ঐ এলাকায় পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এ ঘটনাটি নিশ্চিত করেছেন, এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

কিরবি আরও বলেন, আমি আপনাকে যা বলতে পারি তা হলো- সেখানে কোনও মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোনও মার্কিন নাগরিক আহত হয়নি।

তবে এ হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন : মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা পরিষেবার সাথে কাজ করছে তাদের কূটনৈতিক কর্মীরা।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আমাদের কর্মীদের নিরাপত্তা সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দূতাবাসের বাইরে কোনও সফর আয়োজন করার সময় ব্যাপক সতর্কতা অবলম্বন করি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা