আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ডের ইতিহাসে হামজা ইউসুফ প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এডিনবার্গের কোর্ট অফ সেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি শপথ নেন।
আরও পড়ুন : বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু বেড়েছে
বুধবার (২৯ মার্চ) শপথ গ্রহণের পর হামজা ইউসুফ মন্ত্রী পরিষদ ঘোষণা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
নতুন মন্ত্রী পরিষদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শোনা রবিনসন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মাইকেল ম্যাথিসন। জেনি গিলরুথকে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব।
আরও পড়ুন : অস্থিরতা কমেছে ব্যাংকিং খাতে
এছাড়া নিল গ্রে, মাইরি ম্যাকঅ্যালান, মাইরি গোগেন, অ্যাঞ্জেলা কনস্ট্যান্স, অ্যাঙ্গাস রবার্টসন ও শার্লি-অ্যান সোমারভিলকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনটিতে জানানো হয়।
২০১৬ সালে হামজা ইউসুফ স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথম মুসলিম নেতা হন। তিনি সংখ্যালঘুদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন।
আরও পড়ুন : হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস
তিনি বলেন, এখানে নেতৃত্ব দিতে গায়ের রং, ধর্ম-বর্ণ এসব কোনো বাধাই না। দেশের প্রতি আপনার বিশ্বাস ও ভালোবাসা থাকলেই আপনি একজন আদর্শ নেতা হতে পারবেন।
হামজা ইউসুফ যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন। পড়ালেখা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। স্নাতক পর্যায়ে তার পড়ার বিষয় ছিলো রাজনীতি।
আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২
২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে তিনি ইংরেজি ও উর্দুতে শপথ নেন। এর আগে একজন এমএসপির সহযোগী হিসেবেও কাজ করেছেন হামজা।
প্রধানমন্ত্রী হামজা ইউসুফের বাবা পাকিস্তানের নাগরিক। অপরদিকে তার মায়ের জন্ম কেনিয়ার পাঞ্জাবি বংশোদ্ভূত একটি পরিবারে। ১৯৬০ সালে দুজনই ব্রিটেনে পাড়ি জমান।
আরও পড়ুন : এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন
২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন হামজা ইউসুফ। সেই সময়ে স্কটল্যান্ডে নিযুক্ত হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী তিনি।
২০১৮ সালে বিচারবিষয়ক সচিব (সেক্রেটারি ফর জাস্টিস) হয়ে মন্ত্রিসভায় যোগ দেন এবং ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন। সূত্র: বিবিসি, স্কাই নিউজ
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            