আন্তর্জাতিক

‘ভারত ও চীনের চেয়ে ভাল লড়াই করছি’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা-মোকাবিলায় অনেক এগিয়ে আমেরিকা। বরং ভারত ও চীনই ধুঁকছে। গত কাল এমনটাই দাবি করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা-যুদ্ধে তার প্রশাসনের ভূমিকা নিয়ে গোড়া থেকেই ঘরে-বাইরে সমালোচনার আঙুল উঠেছে। ট্রাম্প নিজেও দীর্ঘদিন করোনাকে ‘সামান্য ফ্লু’ বলে উড়িয়ে এসেছেন। কিন্তু এখন নভেম্বরের ভোট মাথায় রেখেই এ ভাবে তিনি নিজের ঢাক পেটাতে আসরে নামলেন বলে মনে করা হচ্ছে। মাস্ক পরায় বরাবরের অনীহা তার। কাল কিন্তু প্রচার-ইমেলে ট্রাম্প নিজেই তার সমর্থকদের আর্জি জানান—এ বার সবাই মাস্ক পরুন।

আমেরিকায় গত সপ্তাহে টানা পাঁচ দিন ৬০ হাজার করে নতুন করোনা-আক্রান্তের খবর মিলেছিল। সেই হিসেবে, গত দু’দিনে ৪৫-৪৬ হাজার করে সংক্রমণ স্বস্তিদায়ক তো বটেই! পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার জন। ছ’দিনে সংক্রমণের গ্রাফ মোটামুটি একই। বরং সুস্থতার হার ক্রমে বাড়ছে। এখন ভারতে অ্যাক্টিভ রোগীর থেকে সুস্থ রোগীর সংখ্যা দ্বিগুণ। আমেরিকায় কিন্তু সমান-সমান। কাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, ‘‘ভারত, চীনের মতো বড় বড় দেশ করোনা সামলাতে সমস্যায় পড়েছে। সেই দিক থেকে আমরা অনেক ভাল কাজ করছি। ’’

কতটা ‘ভাল’ লড়াই করছে তার দেশ, সে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইতিমধ্যেই বিশ্বের সব চেয়ে বেশি করোনা-পরীক্ষা হয়েছে তার দেশে— ছ’কোটিরও বেশি। যদিও ওয়র্ল্ডোমিটারসের তথ্য বলছে, করোনা-পরীক্ষায় তালিকার শীর্ষে থাকা চীনে পরীক্ষা হয়েছে ৯ কোটি নাগরিকের। রাশিয়ায় তিন কোটি আর ভারতে দু’কোটির। ট্রাম্প যা-ই বলুন, সংক্রমণে রাশ নেই তার দেশে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডায় আক্রান্ত ৫ লাখ করে। টেক্সাস ও নিউ ইয়র্কেও সংক্রমিত ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।

জার্মানির চিকিৎসকরা জানিয়েছে, তাদের দেশে এখন সংক্রমণের দ্বিতীয় ঝড় চলছে। ফরাসি বিজ্ঞানীদেরও আশঙ্কা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ নিয়েই। ইরান মাঝখানে ভাল সামাল দিলেও, গত ২৪ ঘণ্টায় সে দেশে দু’শোরও বেশি মৃত্যুর খবর মিলেছে। ট্রাম্প যে চীনের তুলনা টেনেছিলেন, সে দেশে আজ নতুন করে ৩৬টি সংক্রমণের খবর মিলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনার উৎস খুঁজে বার করার কৌশল নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করছে তারা। এরই মধ্যে আজ ইটালির এক দল গবেষকের দাবি, এই সার্স-কোভ-২ ভাইরাসের অন্তত ছ’টি স্ট্রেন পাওয়া গেলেও এর মিউটেশন-ক্ষমতা দুর্বল। বরং সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিজেকে পাল্টে ফেলার হার দ্বিগুণ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টুপি পরা নিয়ে ঝগড়া, ঘুমের মধ্যে মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্য...

পুনরায় চালু হলো উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল

মেট্রোরেল সেবা সাময়িকভাবে বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ১১টায় উত্তরা উত্তর থেক...

মাদারীপুরে আগাম শীতকালীন সবজি ফলাতে ব্যস্ত চাষীরা

আর মাত্র কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বাজারে উঠতে শুরু করবে দেশীয় শীতকালীন নানান...

দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তানের জে ই সি বৈঠক

দীর্ঘ দুই দশকের বিরতির পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অ...

মাইলস্টোনের দগ্ধ নাভিদ: ৩৬ বার অপারেশন, ৯৭ দিনের লড়াই শেষে ফিরল বাড়ি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘট...

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান...

তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

বিপুলসংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা...

আজ সন্ধ্যায়ই আঘাত হানতে পারে ‘মোন্থা’, বিপর্যয়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা&rsq...

চোখের জলে কালামের শেষযাত্রা, স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম

একটি দুর্ঘটনা কতটা নিঃস্ব করে দিতে পারে, শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা