আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বৈঠকে চীন

আন্তর্জাতিক ডেস্ক: শিগগির বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২২ সালের বিষয় বা ইস্যুগুলো নিয়েই মূলত এই বৈঠক। ডিসেম্বরেই এই বৈঠক হবে, রাশিয়ার বিজনেস ডেইলি ভেদোমোস্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে দুর্নীতি, গ্রেফতার ৪

রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুই নেতার বৈঠকের বিষয়টি ভেদোমোস্তির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভেদোমোস্তিকে বলেছেন, বৈঠকের সূচি ও এজেন্ডা সব ঠিক। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকী।

এর আগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর প্রথম প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুদিনের শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন।

ওই গণমাধ্যমটিতে নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার প্রেসিডেন্টের প্রশাসনের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তাদের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বৈঠকের বিশদ বিবরণ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সস্পর্ক তলানিতে ঠেকেছে। অন্যদিকে, তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে বৈঠকে বসার খবর মিলছে এই দুই শীর্ষ নেতার।

অপরদিকে, সার্বিক পরিস্থিতি নিয়ে বছর শেষে করা সংবাদ সম্মেলন এবার করবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঐতিহ্যগতভাবে করে আসা সংবাদ সম্মেলন এবার হচ্ছে না যেটি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় থেকে চালু ছিল।

আরও পড়ুন: চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার (১২ ডিসেম্বর) বলেছেন, নতুন বছর শুরুর আগে সংবাদ সম্মেলন হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট পুতিন নিয়মিত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা