আন্তর্জাতিক

করোনামুক্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনায় দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে এই ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কিন্তু কম নয়।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৩৩ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় মোট মৃত্যুর চেয়ে এই সেরে উঠাদের সংখ্যা ১০ গুণেরও বেশি বলে জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, করোনাভাইরাসে শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখের বেশি মানুষ। অর্থাৎ মোট আক্রান্ত ৬৮ লাখ ৪৪ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে গত ২৪ ঘটনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৪ হাজার ৯০৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৬০১ জন। গত শুক্রবার সেরে উঠার এই সংখ্যা ছিল ৮০ হাজার ১৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সুস্থ হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি করোনায় একদিনে মারা যাওয়ার তুলনায় সুস্থতার সংখ্যাও কিন্তু বহু গুণ বেশি। যদিও নতুন করে আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা এখনও বেশ কম।

এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন বিশ্বের মোট ৩৩ লাখ ৩২ হাজার ৫৮ জন। আর মারা গেছে মোট ৩ লাখ ৯৭ হাজার ৪৪৬ জন। অর্থাৎ এখনও বিশ্বে করোনায় মৃত্যুর তুলনায় সুস্থ হয়ে উঠাদের সংখ্যা ৮ গুণেরও বেশি। এই পরিসংখ্যান আমাদের আশার আলো দেখায়।

২০১৯ এর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম হামলা হয়েছিল করোনার। চীন থেকে ইরান হয়ে ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে মরণ কামড় বসিয়েছে করোনা।

ইউরোপকে তছনছ করার মধ্যেই উত্তর আমেরিকায় হামলা শুরু করে করোনা। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৩৯০ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৯৭৫ জন। নতুন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৯৭ জন।

বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের। শুক্রবারও সেখানে ৩০ হাজারের বেশি আক্রান্ত এবং আরও ১ হাজার ৮ জন মারা গেছেন। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬ জন। আর মোট মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। ফলে দিন কয়েক আগেই রাশিয়ারকে হটিয়ে করোনা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি।

দেশটিতে সুস্থ হওয়ার সংখ্যাও তুলনামূলক কম। সেখানে মোট সুস্থ হয়েছেন ২৮ লাখ ৮ হাজার ৬৫২ জন। এখনও চিকিৎসাধীন রয়েছে ৩ লাখ ২২ হাজার ৩০৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে নেবে দেশটি। করোনা তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে ট্রাম্পের দেশ।

প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮শ জনই সুস্থ হয়েছেন। মারা গেছেন ৮ হাজারের কিছু বেশি মানুষ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৮ হাজার ৩৮৭ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা