আন্তর্জাতিক

সুইডেনে বন্ধ ৮০০ সুপারশপ, রেলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক হাজার ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলার কোনো কূল কিনারা করতে পারেনি দেশটি। প্রথমে ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালেও পরে তা হাজার ছাড়ায়। মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান কাসিয়ায় সাইবার হামলা চালালে শুক্রবার সুইডেনের আট শতাধিক চেইনশপ বন্ধ করে দিতে হয়েছে।

সুইডেনের ভিসমা এসকম তাদের চেইনশপ সার্ভিস কপ-এর কার্যক্রম পরিচালনায় ব্যবহার করে কাসিয়ার সফটওয়্যার ও সিস্টেম ব্যবহার।

এ ছাড়া সুইডেনের কিছু এলাকায় রেলওয়ে সেবা ও ফার্মেসি সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম সুইডিস নিউজ এজেন্সি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কপ তাদের ৮০০টি চেইনশপ স্টোর শুক্রবার থেকেই বন্ধ করে দিয়েছে। তাদের সিস্টেম বিশেষ করে ক্যাশ রেজিস্টার কাজ না করায় সেবাটি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, চেইনশপটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। হামলা চালানো হয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠানে।

ভিসমা এসকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাবিয়ান মোগরেন বলেন, তারা সাইবার হামলাটিতে বিভিন্ন ভাবে ধাক্কা খেয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, র‍্যানসম হামলা চালানো গ্যাংটি রিভেল নামে পরিচিত। এটি কাসিয়ার ডেস্কটপ ম্যানেজমেন্ট টুল ভিএসএ এবং তাদের সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দেয়। এতে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে যায়।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান হান্ট্রেস ল্যাব জানিয়েছে, শুক্রবার হামলার পর শনিবারও হাজার প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

কাসিয়া বলছে, তাদের ৪০ গ্রাহক সরাসরি সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য গ্রাহকরাও পরোক্ষভাবে ক্ষতির মুখে পড়বেন।

বিষয়টির কূল-কিনারা করতে কাসিয়া এফবিআইয়ের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে।

গত কয়েক বছরের মধ্যে এটাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সাইবার হামলা। হামলাটি নিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও উদ্বেগ প্রকাশ কের এর পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

এর আগের শুক্রবার হামলার পর যুক্তরাষ্ট্রের দিক থেকে দাবি করা হয়, সাইবার হামলাটি চালানো হয়েছে রাশিয়া সমর্থিক কোনো গ্রুপ থেকে।

যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্টাকচার সংস্থা, ফেডারেল এজেন্সি এক বিবৃতিতে বলেছে, এই হামলার আদ্যপান্ত বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শতবর্ষী বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি

নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামে শতাধিক বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐত...

নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিড...

খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে এক...

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে

জেলা প্রতিনিধি: ৭৬টি ঝুঁকিপূর্ণ ক...

নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃ...

অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারী...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হো...

বম জনগোষ্ঠীর মানববন্ধন

জেলা প্রতিনিধি: রুমায় সাধারণ বম জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা