আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আফরিনে এক তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত সাধারণ মানুষ। বোমা বিস্ফোরণের এ ঘটনায় সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি বাহিনীকে দায়ী করেছে তুরস্ক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইটে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্য আফরিনের জনাকীর্ণ একটি এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়া উড়ছে আর অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে।

এ বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগাস বলেন, ‘রমজানে রোজা ভাঙার আগে কেন্দ্রীয় বাজারে কেনাকাটা করতে যাওয়া কয়েক ডজন মানুষ প্রাণ হারালো।’

এ ধরনের কাপুরুষোচিত হামলা মেনে নেওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াইপিজিকে কুর্দিশ যোদ্ধাদের একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে দেখে আঙ্কারা। সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের সরানোর জন্য অভিযান চালাচ্ছে তুরস্ক।

২০১৮ সালে এক অভিযানের মাধ্যমে কুর্দিদের অঞ্চল আফরিন দখল করে তুরস্কের মিলিটারি এবং তাদের মিত্র সিরিয়ার বিদ্রোহী বাহিনী।

মঙ্গলবারের ঘটনা তুরস্ক সমর্থিত বাহিনী দিয়ে নিয়ন্ত্রিত এ অঞ্চলে অন্যতম মারাত্মক হামলা। তবে কুর্দি যোদ্ধাদের দাবি, তারা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করে না।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির হতে পারে। তাই সেসব এলাকার নদ...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা