আন্তর্জাতিক
করোনা:

হঠাৎ মৃতের সংখ্যা বাড়াল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় চীনের প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে বিশ্ব মহলে প্রথম থেকেই চলছিলো বিতর্ক। এ বিষয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে, চীন সরকার তাদের আক্রান্ত-মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই নতুন প্রায় ১৩০০ মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করল চীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকার সাথে নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যুক্ত করা হয়েছে।

এই তালিকায় সংশোধন করা হয়েছে চীনের আক্রান্তের সংখ্যাও। করোনায় আগের আক্রান্তের তালিকার সঙ্গে নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন।

এতদিন এসব মানুষের মৃত্যুর তথ্য প্রকাশে বিলম্ব হওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে শিনহুয়া। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং সেসময় তাদের অনেকেরই করোনার টেস্ট করা হয়নি।

দ্বিতীয়ত, মহামারির তীব্রতায় মেডিকেল কর্মীরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সময় মতো তথ্য জমা দিতে পারেননি।

আরেকটি কারণ হিসেবে বলা হয়েছে, মহামারিতে করোনার চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছিল। তাদের অনেকেই কেন্দ্রীয় নেটওয়ার্ক সঙ্গে যুক্ত হতে পারেনি। ফলে সেখানে আক্রান্ত-মৃতের সংখ্যা পেতে দেরি হয়েছে।

উল্লেখ্য, চীনে করোনায় মৃতের ও আক্রান্তের সংখ্যা সংশোধন করার পরেও দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোর থেকে এই সংখ্যা একেবারেই তলানিতে। করোনার উৎস হয়েও দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৩ জন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানী ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অন...

১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মায়ের পাশে তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা...

প্রেমিকের হাতে খুন জনপ্রিয় অভিনেত্রী ইমানি ডিয়া

রহস্যজনকভাবে মারা গেছেন মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ। ২১ ডিসেম্বর যুক্ত...

বড়দিন মানেই কি শুধু কেক আর সান্তা? বিশ্বজুড়ে উৎসবের অচেনা রেওয়াজ

তুষারশুভ্র দাড়ি, লাল পোশাক আর উপহারে ভরা ঝুলি-এই চেনা ছবিতেই বড়দিনকে কল্পনা ক...

নিরাপদ বাংলাদেশ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

আই হ্যাভ অ্যা প্ল্যান, বললেন তারেক রহমান। তিনি বলেন, মার্টিন লুথার কিংয়ের একট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা