আন্তর্জাতিক

সঠিক সময়ে ভারত জেগে উঠবে : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সমস্যা নিয়ে চীনের সঙ্গে অচলাবস্থাকে ভারতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ কথার মাধ্যমে তিনি কার্যত চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, সঠিক সময়ে ভারত জেগে উঠবে বলে তার আস্থা রয়েছে।

শনিবার ( ১২ ডিসেম্বর) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। এ খবর জানিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

জয়শঙ্কর আরও বলেছেন, ভারতের সঙ্গে সীমান্তে অবলাবস্থা চীনের স্বার্থে নয়। কারণ, এ ঘটনা ভারতের জনগণের সেন্টিমেন্টকে চীনের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে।

এস জয়শঙ্কর বলেছেন, পেশাগতভাবে, বিগত বহু দশক ধরে আমি ভারতে জনগণের অনুভূতি কেমনভাবে বিবর্তিত হয় তা দেখেছি। বিশেষ করে আমার শৈশবে, কৈশোরে এর চেয়ে অধিক জটিল দিনগুলোর কথা স্মরণ করার মতো আমার যথেষ্ট বয়স হয়েছে।

লাদাখ ইস্যুতে তিনি বলেন, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তবে আমার আস্থা রয়েছে যে, সময়ে আমরা জেগে উঠবো এবং জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করবো। কিন্তু চীন সতর্কতার সঙ্গে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক গড়ে তুলেছিল, সীমান্ত নিয়ে সঙ্কটে তা ক্ষতিগ্রস্ত হবে। এটাকেই জয়শঙ্কর প্রকৃত বিপদ হিসেবে মনে করেন।

উল্লেখ্য, এ বছর জুনে চীনের সঙ্গে গালওয়ান উপত্যকা সীমান্তে ভারতের যে রক্তাক্ত সংঘাত হয় সে প্রসঙ্গ উল্লেখ করেন জয়শঙ্কর। সেই সংঘর্ষে ভারতের কমপক্ষে ২০ জন সেনা সদস্য নিহত হন। তবে চীনে কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি। জুনে উভয় পক্ষের হতাহতের ঘটনাকে হতাশাজনক বলে মনে করেন তিনি।

এ ঘটনায় ভারতে মৌলিক কিছু উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন জয়শঙ্কর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা