আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণের কথা চিন্তা করে দুর্গাপূজায় কঠোর বিধি-নিষেধ প্রয়োগ করেছিলেন কলকাতা হাইকোর্ট। ফলে করোনা সুনামি নিয়ে চিকিৎসকরা যে আশঙ্কা করেছিল তা অনেকটাই কেটে গেছে।
সামনে কালীপূজায় অতীতের ন্যায় দীপবলির উৎসবে আতশবাজি না জ্বলাতে রাজ্যে বিধি-নিষেধ আরোপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। আতশবাজি জ্বলবে কি জ্বলবে না তা নিয়ে আদালতের কোনো রায় দেওয়ার আগেই রাজ্যেরবাসীকে আতশবাজি না জ্বালানোর আহ্বান জানালো মমতার সরকার।
মঙ্গলবার ( ৩ নভেম্বর) প্রশাসনিক ভবন নবান্নে কালীপূজার বিধি-নিষেধ নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে রাজ্যেবাসীদের এবছর করোনা কারণে আতশবাজি না জ্বালানোর অনুরোধ করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, এবার দীপাবলি ও কালীপূজায় আতশবাজি পোড়াবেন না। সংযত, শান্তিপূর্ণভাবে পূজা করুন। দুর্গাপূজায় যেভাবে সরকারকে সহযোগিতা করেছিলেন সেভাবেই দীপাবলি উদযাপন করুন। পাশাপাশি মণ্ডপে ভিড় নয় এবং প্রতিমা নিরঞ্জনে কোনো শোভাযাত্রা নয় বলে জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।
মুখ্যসচিব আরও বলেন, বর্তমানে রাজ্যের যা করোনা পরিস্থিতি সেখানে বেশিরভাগ করোনারোগী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। সেই পরিস্থিতিতে আতশবাজি জ্বালানোর অর্থ বায়ুদূষণ, যা থেকে আরও পরিস্থিতি খারাপ হবে।
সান নিউজ/এসএ/এস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            