আন্তর্জাতিক ডেস্ক: জান্তা সরকার মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের শক্ত অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে।
আরও পড়ুন: দোষী সাব্যস্ত ট্রাম্প
বৃহস্পতিবার (৩০ মে) মিয়ানমারের বিশেষ উপদেষ্টা পরিষদ (এসএসি-এম) জানায়, সংঘাতময় মিয়ানমারে জান্তা বাহিনী একদিকে যেমন একের পর এক এলাকা হারাচ্ছে, অপরদিকে আধিপত্য বেড়েছে অভ্যুত্থানবিরোধীদের।
পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের জোট গত বছর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। তাদের এই জোটে রয়েছে বিভন্ন সশস্ত্র গোষ্ঠী ও অভ্যুত্থানবিরোধী যোদ্ধারা।
এসএসি-এম বলেছেন, জান্তা সরকার দেশের ভূখণ্ডের ৮৬ শতাংশ হারিয়েছে এবং যেখানে মিয়ানমারের সাড়ে পাঁচ কোটি মানুষের ৬৭ শতাংশের বসবাস। সূত্র: আল-জাজিরা
সান নিউজ/এএন