স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন
স্বাস্থ্য

স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি স্থায়ী করার দাবি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট মো. আকতার হোসেন, মো. ইফতেখায়রুল মামুন, মো. দিদারুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম, মো. জসীমউদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন, ‘করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর যখন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হলো, তখন এই মেডিকেল টেকনোলজিস্টদের সংকট দেখা দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশ ও দশের স্বার্থে আমরা মেডিকেল টেকনোলজিস্টরা স্বেচ্ছায় করোনার নমুনা সংগ্রহে আত্মনিয়োগ করি। এই কাজে আমাদের ছিলো না কোনো টিএ-ডিএ, ছিলো না কোনো বেতন-ভাতা। আমরা নিজেদের খরচে এসব কাজ করেছি। যারা পিসিআর ল্যাবে কাজ করেছেন, তারা সাতদিন কাজ করার পর চৌদ্দ দিন কোয়ারেন্টাইনে থেকেছেন। কিন্তু আমরা তাও থাকতে পারিনি।’

‘দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবী এ সকল মেডিকেল টেকনোলজিস্টদের অবদানে খুশি হয়ে প্রধানমন্ত্রী আমাদের স্থায়ীভাবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে পর পর দুই ধাপে বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলেও ফরিদপুরের স্বেচ্ছাসেবী এই মেডিকেল টেকনোলজিস্টরা এখনো অবহেলিত রয়েছেন। আমাদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিললেন, তারা তখন সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই কোনো ধরনের প্রনোদণা পাননি। পক্ষান্তরে সরকারি কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে তারা সরকারি সকল সুবিধা পেয়েছেন। সরকারি কর্মকর্তারা সকল সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কেন এতো অবহেলিত থাকবো? করোনার নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত থাকায় আমাদেরকে কোনো ক্লিনিক চাকরি দিচ্ছে না। যারা আগে সংসারের ব্যয় বহন করতেন, তারাই এখন সংসারের বোঝা হয়ে গেছেন। আমাদের এখন বেচে থাকাটা কঠিন হয়ে পড়েছে। আজ যদি সরকার এ সকল স্বেচ্ছাসেবীদের দায়িত্ব রাষ্ট্রীয় ভাবে না নেয়, তাহলে আমাদের দুঃখ-কষ্টের কোনো সীমা থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে তারা বলেন, ‘আমাদের একটাই দাবি, তিনি যে আশ্বাস দিয়েছেন,তা যেন অতি দ্রুত বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী এই মেডিকেল টেকনোলজিস্টদের সুন্দরভাবে বাঁচতে সাহায্য করেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

পাকিস্তানি সেনা আটকের দাবি ভারতের, সীমান্তে ব্যাপক গোলাগুলি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (০৩ মে) রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তা...

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবু...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্...

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প...

হাসনাতের গাড়িতে হামলা : অভিযানে আটক ৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৫ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

৫ মে: কার্ল মার্কস এর জন্মদিন

মার্ক্স ১৮১৮ সালের ৫ মে প্রুশিয়ার (বর্তমান জার্মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা