নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ কোভিড টিকাদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এ বিশেষ কর্মসূচি চলানোর ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী, মঙ্গল ও বুধবার (২৮, ২৯ সেপ্টেম্বর) দুদিনে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এরমধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন মঙ্গলবারে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং বুধবার ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাগুলো ছিল- চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের।
বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এখন ৭৬ লাখ ১১ হাজার ৮৪ ডোজ টিকা মজুত আছে।
অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত টিকা পেতে চার কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮ জন নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর