goodnews
করোনাযোদ্ধা টম মুর

শততম জন্মদিনে কর্ণেল উপাধি লাভ

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলেন সম্মুখ সমরের যোদ্ধা। ব্রিটিশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার সময় ছিলেন ক্যাপ্টেন। আর শততম জন্মদিনে ক্যাপ্টেন থেকে কর্ণেল হলেন করোনাযোদ্ধা টম মুর।

আজ ছিল তার শততম জন্মদিন।আর এই দিনেই আর্মি ফাউন্ডেশন কলেজের পক্ষ থেকে এই প্রথম কাউকে সম্মানসূচক কর্ণেল উপাধি দেয়া হলো।

নিজের জন্মশতবর্ষের আগে এসে যে অসাধারণ কাজ করে বসলেন ক্যাপ্টেন টম মুর, তা অবিশ্বাস্যই নয় শুধু অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো বিশ্বের কাছে।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নেন এই শতবর্ষী। সে কারণে জাস্টগিভিং ওয়েবসাইটের মাধ্যমে তিনি আবেদন জানান ১০০০ পাউন্ড দান করার জন্য। এ জন্য তিনি ঘোষণা দেন, বেলফোর্ডশায়ারের মারস্টন মোরেটাইনে তার বাড়ির বাগানকে ১০০বার প্রদক্ষিণ করবেন তিনি।

অবিশ্বাস্য সাড়া পড়ে তার আবেদনে। এখনও পর্যন্ত মাত্র তিন সপ্তাহে ৩০ মিলিয়ন পাউন্ড (৩০০ কোটিরও বেশি টাকা) জমা হয়েছে তার করোনাভাইরাস ফান্ডে। ইংল্যান্ডজুড়ে নতুন ‘নায়কে’র মর্যাদা পাচ্ছেন ক্যাপ্টেন টম মুর। মোড়ে মোড়ে তার নামে বিলবোর্ড স্থাপন করা হয়েছে ব্রিটেনে করোনায় বিধ্বস্ত মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল বাল তার নামে গান রচনা করেছেন, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন...।’

সেই করোনাযোদ্ধা টম মুরের আজ জন্মশত বার্ষিকী। ১৯২০ সালের ঠিক এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনের সাবেক এই সেনা কর্মকর্তা। শততম জন্মদিনের আগে যে কাজ করে দেখালেন তিনি, তাতে জাতীয় নায়কে পরিণত হয়েছেন এই শতবর্ষী সৈনিক।

সারা ব্রিটেন থেকে তাই তার জন্মদিনে আসতে শুভেচ্ছা বার্তা। দু’দিন আগেই টম মুরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি শুভেচ্ছ কার্ড এসে পৌঁছেছে টম মুরের বাড়িতে। আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল ১ লাখ ৪০ হাজারে।

তবে শততম জন্মদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে উপহারটা পেলেন ক্যাপ্টেন মুর, সেটি হচ্ছে সম্মানসূচক কর্ণেল উপাধি।

শততম জন্মদিনে এসে তার র্যা ঙ্ক বাড়লো একধাপ। টম মুরের শততম জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকলো তার সম্মানে আয়োজিত র‌য়্যাল ব্রিটিশ এয়ারফোর্সের একটি ফ্লাইপাস্ট-এর আয়োজন এবং একই সঙ্গে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায়।

রাণী দ্বিতীয় এলিজাবেথ তার পাঠানো শুভেচ্ছা বার্তায় টম মুরকে ‘কর্ণেল টম’ বলেই সম্বোধন করেছেন। তার পক্ষ থেকেই টম মুরের কাছে পাঠানো হয় সম্মানসূচক ‘কর্ণেল’ উপাধি সম্বলিত পত্র এবং র‌্যাঙ্ক।

শততম জন্মদিনে মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত টম একটাই বার্তা দিয়েছেন জন্মদিনে, ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

নিজের শততম জন্মদিন সম্পর্কে ক্যাপ্টেন মুর বলেন, ‘আমি শততম জন্মদিন পার করছি, এটা সত্যিই অসাধারণ একটি ঘটনা। তার চেয়েও অসাধারণ হচ্ছে, এই যে এত শুভাকাঙ্খী, তাদেরকে সঙ্গে নিয়ে আমি কিছু করতে পেরেছি। তারা আমার হাঁটার (নিজের বাগানে ১০০ বার প্রদক্ষিণ করা) এই উদ্যোগের সঙ্গে সঙ্গী হয়েছে এবং আমাকে একা হাঁটতে দেয়নি।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

শেবাচিমে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন

স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কা...

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ...

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প...

তরতর করে নামছে এনসিপির ইমেজ

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক দফা দাবিতে ২০...

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা