ফিচার

আগুন লাগার কারণ হতে পারে রিচার্জেবল ব্যাটারি ও রান্নার তেল

সান নিউজ ডেস্ক: আজকাল খেলনা থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি বা সাইকেলেও রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়৷ শক্তিশালী এই ব্যাটারিতে সহজেই আগুন ধরে যেতে পারে যে কোন সময়।

বাসায় অনেক ডিভাইসের মধ্যে রিচার্জেবল ব্যাটারি থাকে৷ বিশেষ পরিস্থিতিতে সেগুলি বিপদের কারণ হয়ে উঠতে পারে৷ বড় আকারের এক লিথিয়াম-পলিমার রিচার্জেবল ব্যাটারির মধ্যে শর্ট সার্কিট ঘটালে তার পরিণাম স্পষ্ট হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে আসে৷

কিছুক্ষণ পরেই ব্যাটারিতে আগুন ধরে যায়৷ এমনকি ধাক্কা অথবা ভুল চার্জিংয়ের কারণে সামান্য ক্ষতি হলেও আগুন ধরে যেতে পারে৷ আগুনের তেজ কমতে কয়েক মিনিট লেগে যায়৷

অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ টোমাস স্মিড বলেন, ‘‘পলিমার ব্যাটারি প্যাকের ব্যবহার বেড়ে চলেছে৷ ইলেকট্রিক গাড়িতেও সেই ব্যাটারি বসানো হচ্ছে৷ প্রত্যেকটি ই-বাইকের মধ্যেও পলিমার ব্যাটারি থাকায় প্রায়ই আগুন লেগে যাচ্ছে৷ ক্ষয়ক্ষতি ঘটলে অথবা চার্জিংয়ের সময় উপস্থিত না থাকলে এমনটা ঘটতে পারে৷''

এবার বিপজ্জনক এক্সপেরিমেন্টের পালা৷ রান্নাঘরে রান্নার তেল কতটা মারাত্মক হতে পারে, তা দেখাতে দমকলকর্মীরা গ্যাসের স্টোভে তেল গরম করছেন৷ সাধারণ চুলার ক্ষেত্রেও একই পরিণাম ঘটতে পারে৷

টোমাস স্মিড মনে করিয়ে দিলেন, ‘‘বাসার রান্নাঘরে চুলার উপর কড়ার তাপমাত্রা ২৩০ থেকে ২৪০ ডিগ্রির মতো ছুঁলে ধোঁয়া বের হবে৷ সাধারণত স্মোক ডিটেক্টর সেটা টের পায়৷ অ্যালার্মের শব্দে টনক নড়লে দ্রুত আগুন বন্ধ করে কড়া সরিয়ে নিলে আর কোনো অঘটন ঘটার কথা নয়৷''

কিন্তু তেল যদি আরো গরম হতে থাকে, তখন কী ঘটবে? ২৫০ থেকে ৩০০ ডিগ্রি ছুঁলে আগুন ধরে যাবে৷ ঢাকনা দিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করেও লাভ নেই৷ কারণ ঠাণ্ডা হবার সময় কম থাকায় আগুনের শিখা কড়া থেকে বেরিয়ে আসবে৷

এমন অবস্থায় কী করা যায়? টোমাস স্মিড বলেন, ‘‘আপনি আগুন দেখছেন৷ পাশেই বেসিন রয়েছে৷ পানি দিয়ে আগুন নেভানোর তাগিদ জাগতে পারে৷ কিন্তু তেলের ক্ষেত্রে এর চেয়ে বড় ভুল আর হতে পারে না৷''

দমকলকর্মীরা অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে হাতেনাতে সেই ভুলের পরিণাম দেখিয়ে দিলেন৷ কারণ, কেউ সেই সময় চুলার পাশে থাকলে ভীষণভাবে পুড়ে যেতে পারে৷

তেলের মধ্যে বিস্ফোরণের কারণ বুঝতে হবে৷ জ্বলন্ত তেলের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি৷ ফলে পানি কড়ার নীচে তলিয়ে যায়৷ সেই অংশটি এত গরম যে সঙ্গে সঙ্গে বাষ্পীভবন ঘটে৷ ফলে মাত্র এক লিটার পানি থেকে ১,৭০০ লিটার জলীয় বাষ্প সৃষ্টি হয়৷ সেই বাষ্পের তোড়ে তেল দ্রুত ছিটকে যায়৷ কখনোই এমন পরীক্ষা নকল করা উচিত হবে না৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা