ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে, যিনি দাদাসাহেব ফালকে নামে অধিক পরিচিত, জন্ম ১৮৭০ সালের ৩০ এপ্রিল। দাদাসাহেব ফালকে ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক । তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় চব্বিশ বছর ধরে ৯৫ টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ২৬ টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।
ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে ১৮৭০ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ত্র্যম্বকেশ্বর নামক স্থানে একটি মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
রাজা হরিশচন্দ্র (১৯১৩)
মোহিণী ভস্মাসুর (১৯১৩)
সত্যবান সাবিত্রী (১৯১৪)
লঙ্কা দহন (১৯১৭)
শ্রী কৃষ্ণ জন্ম (১৯১৮)
কালীয় মর্দন (১৯১৯)
সেতু বন্ধন (১৯২৩)
গঙ্গাবতরণ (১৯৩৭)
সাননিউজ/ইউকে