চরফ্যাশনে
পরিবেশ

ঝালকাঠি ও চরফ্যাশনে বিশ্ব জলবায়ূ ধর্মঘট সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি ও ভোলা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সংকট উত্তরণে কার্বণ নির্গমণ ও নিঃসরণকারী উন্নত দেশগুলোকে শূন্য কার্বণ নিঃসরণকারী দেশ হিসেবে ব্যবস্থা নেওয়া এবং জলবায়ূর ন্যায্যতা দাবি আদায়ের দাবিতে ঝালকাঠি ও ভোলার চরফ্যাশন উপজেলায় বিশ্ব জলবায়ূ ধর্মঘট সপ্তাহ পালিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুবিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ‘গ্লোবাল ডে ফর ক্লাইমেট অ্যাকশন’ পালন করেন আয়োজনকারীরা। প্রতীকী অবরোধ, মৌন মানববন্ধন ও র‌্যালিতে জলবায়ূ জরুরি অবস্থা ঘোষণায় বাধ্য করতে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়।

সকাল ৯টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে প্রায় ১৫টি সামাজিক, স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ ডেভেলপমেন্ট’ মৌন মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট করে। বাংলাদেশ স্কাউটস জেলা শাখা, ফ্রাইডেস ফর ফিউচার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, একাত্তরের চেতনা জেলা শাখা, দূরন্ত ফাউন্ডেশন , লাল সবুজ সোসাইটি, সাউথ বেঙ্গল ওপেন স্কাউটস গ্রুপ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ঘাসফড়িং, রক্তকণিকা ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন সোসাইটিসহ (ইয়াস) বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নিয়ে বক্তব্য দেন।

মানববন্ধন ও প্রতীকী ধর্মঘটে নেতৃত্ব দেন ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ ডেভেলপমেন্ট’ এর ‘গ্লোবাল ডে ফর ক্লাইমেট অ্যাকশন অর্গানাইজিং গ্রুপের আহবায়ক সাব্বির হোসেন রানা, যুগ্ম আহবায়ক মো.জুবায়ের আদনান ও সৈয়দা মাহফুজা মিষ্টি।

আয়োজকরা বলেন, ‘আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় আমরা কর্মসূচিগুলো নিয়েছি। জলবায়ু পরিবর্তনের শিকার দেশ হিসেবে বাংলাদেশে এই ধরনের আন্দোলন আমাদের ন্যায্য হিস্যা প্রাপ্তিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি আমাদের পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করি।’

সকালে ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কোয়ারে লিটল সিটিজেন ফর ক্লাইমেট, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসসহ বিভিন্ন সামাজিক ও এনজিও সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন।

বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এই সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরো অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যায়েও তরুণদের সম্পৃক্ত করতে হবে। জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থের যথাযথ ব্যবহারের দাবি জানান বক্তারা।

আরো বলেন, জলবায়ূর পরিবর্তনের বিরূপ প্রভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। আর এজন্য দায়ী উন্নত রাষ্ট্র। এসব রাষ্ট্রের কল-কারখানার বর্জ্য পদার্থ ও ধোয়ায় কার্বণ ডাই-অক্সাইড উদগীরণের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে বন্যা ও খরা এবং নদীভাঙনের সৃষ্টি হচ্ছে। যারা পরিবেশের ক্ষতি করে, ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করতে হবে।

এতে বক্তব্য দেন চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আক্তারুল আহমেদ শামু , চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম, কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম, যুব জলবায়ূ ফোরামের সভাপতি মনির ইসলাম আসলামি, লিটল সিটিজেন ফর ক্লাইমেট অ্যাম্বাসেডর সানজিদুল ইসলাম, ইয়ুথ নেটের কো-অর্ডিনেটর মাহিমা চৌধুরী সানজা, ইয়ুথ পাওয়ারের চরফ্যাশনের কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম, রোভার স্কাউট লিডার মো. শাফা, আরজু মনি ও রেডিও মেঘনার সদস্যরা।

পরে র‌্যালি বের হয়ে চরফ্যাশন বাজার প্রদক্ষিণ করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দ...

মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইবিতে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব...

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধ...

প্রথম ম্যাচে জয়ের পরও সাড়া নেই দর্শকদের

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুর করে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্...

ঢাকা বিভাগে থাকতে চায় মাদারীপুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

মাদারীপুরবাসী ঢাকা বিভাগ ছেড়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে না যাওয়ার দাবিতে ঢাকা...

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু

সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাই...

প্রজন্মের পর প্রজন্ম গা’জায় স্বাস্থ্য সংকট থাকতে পারে

ভয়াবহ স্বাস্থ্য সংকট চলছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে, যার প্রভাব পড়তে পারে আগাম...

নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য স...

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী

দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী ব্য...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা