সংগৃহীত
শিক্ষা

পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড বরাবর স্মারকলিপি দিয়েছেন এইচএসসি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক প্রায় ১ ঘণ্টা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন শেষে এ স্মারকলিপি দেন তারা।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১মে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গেটের বাইরে থেকে স্মারকলিপি চাইলেও শিক্ষার্থীদের এক প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সেখানে অবস্থান করেন।

আরও পড়ুন: কোষাধ্যক্ষ ড.আতাউর রহমান

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১টা থেকে ঢাকা বোর্ডের সামনে ১০-১৫ জন শিক্ষার্থী অবস্থান করে। বোর্ড চেয়ারম্যান বরাবর ২টার পর তারা স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন, এ বিষয়ে আগামী রোববার তাদের আপডেট জানানোর কথা বলেন। আগামী রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে বোর্ডের সামনে আবার অবস্থানের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, তোমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে যাও। এটা সময়ের ব্যাপার। চেয়ারম্যান শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আপাতত তোমরা সবাইকে গেটের সামনে থেকে সরিয়ে গাড়িগুলো যেতে দাও। কারণ গাড়িতে পরীক্ষার সরঞ্জাম রয়েছে।

আরও পড়ুন: কোচিং বন্ধ ৪৩ দিন

এই বিষয়ে জানতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাথে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরের উপর পরীক্ষা নেওয়ার বা পেছানোর দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে। কিন্তু কোনো ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়।


সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা