শিক্ষা

ডিজিটালে আরেক ধাপ এগিয়ে গেল যশোর শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে সব পরীক্ষার ওয়েমারশিট এখন থেকে পরীক্ষকদের কষ্ট করে পাঠাতে হবে না। সরাসরি অনলাইনের মাধ্যমে শিক্ষাবোর্ড এই ওয়েমারশিট সংগ্রহ করবে। এজন্য সফটওয়ার চালু করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) এই সফটওয়ারের কার্যক্রম সম্পর্কে কেন্দ্র সচিবদের জানাতে শিক্ষাবোর্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সফটওয়ারের কিভাবে ওয়োরম্যারশিট স্ক্যান করে কালার ইমেজ বোর্ডে পাঠাতে হবে ও কিভাবে ওই ইমেজ থেকে ডাটা তৈরি করে রেজাল্ট প্রোসেসিং করা হবে তার একটি ভিডিও প্রদর্শন করা হয়। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন নিজে পুরো বিষয়টা কেন্দ্র সচিবদের অবহিত করেন।

সভায় চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বলেন, ‘কোনো পরীক্ষক ও প্রধান পরীক্ষককে খাতা দেখার পর কষ্ট করে ওয়েমারশিট জমা দিতে শিক্ষাবোর্ডে আসার প্রয়োজন হবে না। ওয়োরমারশিট সংগ্রহে শিক্ষাবোর্ডে আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করা হয়েছে। নিকটস্থ পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষকরা ওয়েমারশিটের কালার ছবি স্ক্যানিং করে ওয়েবসাইটে পাঠাতে পারবেন। সেই ছবির ডাটাবেজ হিসেবে সংগ্রহ করে ফলাফল প্রসেসিং করা হবে।’

মতবিনিময় সভায় বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক এ কে এম রব্বানী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমার কুণ্ডু, সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন।

মতবিনিময় সভা থেকে যশোর সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজ, বিএফ শাহীন কলেজ, যশোর কলেজ, সিংগিয়া কলেজ, উপশহর মহিলা কলেজ, গঙ্গানন্দপুর কলেজ, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ, চৌগাছা সরকারি কলেজ, নওয়াপাড়া সরকারি কলেজ, ভবদহ মহাবিদ্যালয়, বাঘারপাড়া কলেজ ও মির্জাপুর আর্দশ মহিলা কলেজকে স্ক্যানার মেশিন কিনতে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

যশোর শিক্ষাবোর্ডে প্রশ্নব্যাংক থেকে পরীক্ষা গ্রহণ, প্রতিষ্ঠানের পাঠদান স্বীকৃতি নবায়ন, ম্যানেজিং কমিটি অনুমোদন, নাম সংশোধন, অনলাইন ক্লাসরুম চালুসহ বেশকিছু সেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বোর্ডে না এসেই সেবা নিতে পারছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা