শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব- দোলনচাঁপা ছাত্রী হল প্রভোস্ট সিরাজাম মনিরা
শিক্ষা
জাককানইবি'র হল প্রভোস্টসহ ৫ জনের পদত্যাগ

বিজয় দিবসের খাবার নিয়ে ছাত্রলীগ সেক্রেটারির খবরদারী

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠেছে। এঘটনায় ক্ষোভ জানিয়ে দোলনচাঁপা ছাত্রী হলের প্রভোস্টসহ ৫ শিক্ষক পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন ওই পাঁচ শিক্ষক।

পদত্যাগী শিক্ষকরা হলেন, হল প্রভোস্ট সিরাজাম মনিরা, বাকী ৪জন হাউজ টিউটর- আফরোজা আক্তার লিপি, ফারজানা খানম, আরিফুর রহমান, রাশেদুর রহমান।

ঘটনার সূত্রপাত, বিজয় দিবসে হলে দুপুরের খাবার খাওয়ানো নিয়ে। বিজয় দিবসের অনুষ্ঠানে হলের সাধারণ শিক্ষার্থীদের জন্যে শুধু দুপুরের খাবারের আয়োজন করার ব্যবস্থা করেছিলো ছাত্রী হলের প্রশাসন।
এদিন দুপুরের খাবারের অর্থের পরিমাণ নিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) তর্কাতর্কি হয় দোলনচাঁপা ছাত্রী হলের হল প্রভোস্ট এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের মধ্যে।

এতে আপত্তি জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব বলেন, দুই হলে সমন্নয় করে যারা আয়োজনে থাকবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। এবং সেটি সাধারণ সম্পাদক বাস্তবায়ন করবেন।

তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আয়োজন করতে বাধ্য করতে গিয়ে ওই শিক্ষক ও হলের দায়িত্বে কর্মরতদের ‘বাজে মন্তব্য এবং ব্যবহার’ করেছেন বলে শিক্ষকদের অভিযোগ।

অন্যদিকে এই পদত্যাগ করাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব।

এই ঘটনায় জরুরি সাধারণ সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আগামী ৩ কর্মদিবসের মধ্যের রাকিবের শাস্তি নিশ্চিত করা না হলে কর্মবিরতিতে যাবার ঘোষণা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সভায় অংশ নেয়া একাধিক শিক্ষক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শিক্ষকদের উপর এক প্রকার খবরদারী করা যেনো তার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এর সামাধান না হলে শিক্ষকরা আর চুপ থাকবে না।

হল প্রভোস্টসহ ৫ শিক্ষকের পদত্যাগপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ইতোমধ্যে হল প্রশাসন তাদের বক্তব্য জানিয়েছে, শিক্ষক সমিতিও রেজুলেশন করে মতামত জানাবে। সব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা