শিক্ষা

নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা অনুদান পায়নি

নিজস্ব প্রতিবেদক : সরকারি সুবিধাবঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য দ্বিতীয় দফায় দেয়া প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান অধিকাংশের কাছে পৌঁছায়নি। এই অনুদান ঈদের আগে পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা আটকা পড়েছে। দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড়ের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনুদানের অর্থ প্রথম ধাপে ব্যাংক একাউন্টে দেয়া হলেও এবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। এতে করে নানা জটিলতা তৈরি হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নামের বানান ভুল, মোবাইল নম্বর ভুল, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল রেজিস্ট্রেশন গরমিলসহ নানা কারণে শিক্ষক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং হিসেবে টাকা যাচ্ছে না।

সরকারি ঘোষণা অনুযায়ী ঈদুল আজহার আগে এ অর্থ পাঠানোর কথা থাকলেও এখনও তা পৌঁছায়নি তালিকাভুক্ত অধিকাংশ শিক্ষক-কর্মচারীর হাতে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুদানের জন্য তালিকাবদ্ধ এক লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারীর রয়েছে। তাদের মধ্যে ৫০ হাজারের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পেয়েছেন। বাকি ৭০ হাজার শিক্ষক-কর্মচারী এ অর্থ পাননি।
গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও এসব শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা বিবেচনা করে আবারও আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে গত বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। এই খাতে সরকার ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়।

মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লাহ বলেন, ‘সরকারের পক্ষ থেকে ঈদের আগে নন-এমপিও শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ দেয়ার কথা থাকলেও এখনও তা অর্ধেকের বেশি শিক্ষক-কর্মচারীর হাতে পৌঁছায়নি। কেনো পৌঁছায়নি সে বিষয়েও জানা সম্ভব হচ্ছে না। করোনার মধ্যে অর্থ ছাড়া পরিবারকে নিয়ে ঈদ কাটাতে হয়েছে। এ কারণে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ প্রদান করায় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। অনেকে নিজের নামে সিম কার্ড রেজিস্ট্রেশন না করা, সিম কার্ডের তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনে তথ্য ভুল দেখানো হচ্ছে। সারাদেশে সরকারের কঠোর বিধিনিষেধ পালিত হওয়ায় বর্তমানে সেসব সংশোধন করা সম্ভব হচ্ছে না বলে শিক্ষক-কর্মচারীদের এ অর্থ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’ সহজে এ টাকা পৌঁছে দিতে ব্যাংক একাউন্টের মাধ্যমে এ অর্থ পাঠানোর দাবি জানান এ অধ্যক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক বলেন, ‘যারা সঠিক তথ্য দিতে পারছে তারা টাকা পেয়ে গেছে, যাদের তথ্যগত ভুল রয়েছে তাদের টাকা আটকে গেছে। ভুল তথ্য সংশোধনের জন্য মাউশিতে একটি ছেলে রয়েছে। সেখানে সঠিক তথ্য প্রদান করলে দ্রুত সময়ের মধ্যে অর্থ পৌঁছে যাচ্ছে।’

কতজন অনুদান বঞ্চিত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘গত তিন সপ্তাহের আগের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর কাছে অনুদানের অর্থ পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি প্রায় ৮০ হাজার জনের অর্থ আটকে আছে।’ যাদের অর্থ আটকে আছে তাদের দ্রুত সময়ের মধ্যে সঠিক তথ্য পাঠানোর পরামর্শ দেন মহাপরিচালক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা