শিক্ষা

শাবির পরীক্ষা হচ্ছে  অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শিক্ষার্থীদের সেশনজট নিরসনে অনলাইনে পরীক্ষা নেয়া শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের পরীক্ষা অনলাইনে নেয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি থাকায় অল্প সংখ্যক বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। বিভাগগুলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করছে। পরবর্তীতে বাকি বিভাগগুলোর পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেয়ার বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে পিছিয়ে আমরা সেখানে অনেক ধাপ এগিয়ে রয়েছি। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের এ পদক্ষেপ। তারা যেন সেশনজটে না পড়ে সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, আজ থেকে দুটি বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। আগামী রোববার থেকে অন্যান্য বিভাগের পরীক্ষাও অনলাইনে নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হয়ে যাবে। শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২২ ফেব্রুয়ারি পুনরায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত ২০ মে বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলের সভায় ১ জুলাই থেকে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গত ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা বিভাগগুলোর সুবিধা মোতাবেক সশরীরে ও অনলাইনে নেওয়া শুরু হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

এলপি গ্যাসের দাম কমলো 

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃ...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা