স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ আরিফুর রহমান পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি (টিআইইউ) এর স্কুল অব ম্যানেজম্যান্ট থেকে তিনি এ ডিগ্রী অর্জন করেন। পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘রোল অব এনজিও’স ইন এচিভিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর পারসন্স উইথ ডিসএবিলিটিস ইন বাংলাদেশঃ এ পাথওয়ে টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট।’ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর স্কুল অব ম্যানেজম্যান্ট এর এসোসিয়েট ডীন প্রফেসর ড. গগন পারিক এর তত্ত্বাবধানে তার পিএইচডি ডিগ্রির গবেষণা কার্যক্রম পরিচালনা হয়েছে ।
জনাব ড.মোঃ আরিফুর রহমান’র সহধর্মিনী উন্নয়ন গবেষক ও কবি ড.শামসুন্নাহার চৌধুরী লোপা ও দুই সন্তান আফরা নাওয়ার রহমান (এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ অধ্যয়নরত) ও আবরার খলিল রহমান ইন্টারন্যাশনাল হোপ স্কুল চট্টগ্রাম - এ নবম শ্রেণিতে অধ্যয়নরত। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমাজ উন্নয়ন মূলক সংস্থার সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন একাডেমিক - নন একাডেমিক গবেষণা মূলক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত আছেন। সমাজ উন্নয়ন বিষয়ক জার্নাল ‘সোশ্যাল চেঞ্জ’ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাননিউজ/ইউকে