অপরাধ

ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগের মামলায় শেখ শাকিল নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করছে পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালে কিশোরীকে ধর্ষণ

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়িতে ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকে আসামি করে বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম শেখ মোহাম্মদ শাকিল (২৫)। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ, ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের কয়েক মাস পর তার বাবা মারা যান। গত মঙ্গলবার রাতে মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে হাসপাতালে চলে আসে। রাত ১২ টার দিকে সে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিচিতদের সঙ্গে কথা বলছিল। ছাত্রলীগের ওই নেতা ওই দিন তার সঙ্গীদের নিয়ে হাসপাতাল চত্বরে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে হাসপাতালের দুই তলায় ওঠার সিঁড়িতে নিয়ে ধর্ষণ করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থানার খাইরুল হাসান রোববার বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে।

শনিবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি শাকিল নারায়নগঞ্জের সোনারগাঁও হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর দিয়ে অন্যকোথাও পালানোর চেষ্টা করছে। রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাকিল বর্তমানে সদর থানা পুলিশের হাজত খানায় রয়েছে। দুপুরের পরে তাকে আদালত তোলা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা