জেলা প্রতিনিধি: রাজবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধানকে রক্তাক্ত জখম করেছে এক যুবক।
আরও পড়ুন: চোরাই পথে আনা পেঁয়াজ উদ্ধার
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসির নিজ অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।
আহত ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, রোববার বিকেলের দিকে শফিকুল ইসলাম নামে এক যুবক থানা প্রাঙ্গণে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় থানা পুলিশের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার অফিস কক্ষে নিয়ে আসে। সে সময় ওই যুবকের শরীর তল্লাশী করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি মেশিন উদ্ধার করা হয়। এতে যুবক ক্ষিপ্ত হয় এবং হঠাৎ করেই ওই মেশিন দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। এতে আমার মুখের খানিকটা অংশ রক্তাক্ত জখম হয়। পরে পুলিশ শফিকুল, তার অপর সহযোগী আক্কাসসহ অপর এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছি।
সান নিউজ/এএন