আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা
বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিরোধীদলীয় নেতা আলোচনা সাপেক্ষে
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আগামী দিনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা বজায় রাখার অঙ্গিকার করেন।
সান নিউজ/এনজে