নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপার বুড়াগৌরঙ্গ নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজের ১০ ঘন্টা পর ডেকোরেটর ব্যবসায়ী আবদুল ছালাম খান (৩৫) এর লাশ উদ্ধার করেছে আত্মীয় স্বজনরা।
আরও পড়ুন: অভিমান করে কিশোরীর আত্মহত্যা
বুধবার (১০ জানুয়ারি) সকাল ৬ টায় বুড়াগৌরঙ্গ নদীর পাঙ্গাশিয়া চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবদুল ছালাম খান চরবিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের মৃত সায়েদ আলী খানের পুত্র।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, দক্ষিণ চরবিশ্বাসের আবদুল ছালাম খানের নিকটত্মীয় ঢাকায় মারা যাওয়ায় লাশ নিয়ে আসতে তিনিসহ কয়েকজন কাঠের একটি ছোট ট্রলার যোগে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯ টায় দক্ষিণ চরবিশ্বাস থেকে রতনদী তালতলীর ইউনিয়নের বদনাতলী যাচ্ছিল।
আরও পড়ুন: নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
পথিমধ্যে পটুয়াখালী থেকে একটি বড় ট্রলার চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির মালামাল নিয়ে চরকাজল লঞ্চঘাট যাচ্ছিল। আমগাছিয়া ডুবোচরে মঙ্গলবার রাত ৯ টার সময় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আবদুল ছালাম খান নদীতে পড়ে নিখোঁজ হন।
বুধবার সকাল ৬ টায় আবদুল ছালাম খানের (৩৫) আত্মীয় স্বজন ও স্থানীয় জনতা জাল টেনে পাঙ্গাশিয়া চরের মাথায় তার লাশটি উদ্ধার করে। এ সময় ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বাবুল মুন্সিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো. ফেরদাউস আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এনজে