জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার নাপিতখালী মাঝেরদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুস সাত্তার ইসলামপুর ইউনিয়নের জুমনগর অরলতলীর পেছু মিয়ার ছেলে। স্থানীয়রা বলছে নিজের কৃষি জমিতে পানি সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।
আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল শুরু
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এএ